শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৬, ২৮ মার্চ ২০২৫
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বৃহস্পতিবার (২৭ মার্চ) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৪ কোটি ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ মান অনুযায়ী এ পরিমাণ ২ হাজার ২৯ কোটি ডলার।
চলতি মার্চ মাসে প্রবাসীরা এখন পর্যন্ত দেশে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা একক মাসের প্রবাসী আয়ের নতুন রেকর্ড।
এর আগে ৯ মার্চ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) জানুয়ারি ও ফেব্রুয়ারির আমদানি বিল হিসেবে বাংলাদেশ ব্যাংককে ১৭৫ কোটি ডলার পরিশোধ করতে হয়। তখন রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে ১ হাজার ৯৭৫ কোটি ডলারে পৌঁছায়। তবে প্রবাসী আয় এবং পণ্য রপ্তানি আয়ের ইতিবাচক প্রবাহের ফলে ২০ দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হয়।
মার্চ মাসের প্রথম ২৬ দিনেই দেশে এসেছে ২৯৪ কোটি মার্কিন ডলার, যা ঈদের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আবার শক্তিশালী অবস্থানে ফিরিয়ে এনেছে।