শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫২, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৫৩, ৭ এপ্রিল ২০২৫
ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
বিডা জানিয়েছে, যারা বাংলাদেশে শিল্প কারখানা স্থাপনে আগ্রহী, তাদের জন্য এই সফরের ব্যবস্থা করা হয়। এতে কেইপিজেডের অবকাঠামো, সম্ভাবনা ও চলমান কার্যক্রম সরেজমিনে দেখার সুযোগ পান প্রতিনিধিরা। সম্মেলনে বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ চুক্তি হওয়ার আশা করছে কর্তৃপক্ষ।
১৯৯৫ সালে কার্যক্রম শুরু করা কেইপিজেডে বর্তমানে ৭ মিলিয়ন বর্গফুটের বেশি জায়গাজুড়ে ৪৮টি পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। গবেষণা ও উন্নয়নের জন্য গড়ে তোলা হয়েছে ১০টি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। পাশাপাশি দেশের আইসিটি খাতকে এগিয়ে নিতে এখানে নির্মাণাধীন রয়েছে ১০০ একরের একটি আইটি পার্ক।
এখন পর্যন্ত কেইপিজেডে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ এসেছে। কর্মসংস্থান হয়েছে প্রায় ৩০ হাজার মানুষের, যার মধ্যে ৭৫ শতাংশই নারী। উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে টেক্সটাইল, গার্মেন্টস ও গার্মেন্টস অ্যাকসেসরিজ, জুতা এবং আইটি সেবা।