শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫৯, ৩০ নভেম্বর ২০২৪
হাসপাতাল ভর্তি রোগী। ছবি: সংগৃহীত
দেশে গত একদিনে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে এ বছর মোট ৪৮৮ জনের প্রাণ কাড়ল মশাবাহিত এ রোগ।
এর মধ্যে এক মাসে সর্বোচ্চ মৃত্যু নিয়ে শেষ হল নভেম্বর, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৩ জন। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু। এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে; মত্যু হয়েছিল ১৩৫ জনের।অপরদিকে নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১৭৩ জনের।
এ রোগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৭৫ জন। এতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯১ হাজার ৪৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩১৯ জন, ঢাকা বিভাগে ৬৯ জন, ময়মনসিংহে ১৮ জন, চট্টগ্রামে ৭২ জন, খুলনায় ৬৬ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবশেষ ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৭ হাজার ৮৭৯ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩১০২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৩৩৮ জন এবং ১৭৬৪ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৪ হাজার ৮২২ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৬৪৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।