শিরোনাম
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ১৫:৪৪, ১৪ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৬:১৫, ১৪ জানুয়ারি ২০২৫
ভুয়া নারী চিকিৎসক ডালিয়া আক্তার আটক
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের তৃতীয় তলা থেকে ডালিয়া আক্তার (৩৫) নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে মেডিক্যালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। চিকিৎসকের সঙ্গে কথোপকথনের সময় তিনি ভুল ইংরেজি বললে কর্তব্যরত চিকিৎসক ভুয়া বলে শনাক্ত করেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে কর্তব্যরত এক ডাক্তারের সাথে কথা বলার সময় ভুলভাল ইংরেজি বলছিলেন ডালিয়া। তখন কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে ধরা পড়ে তিনি কোনো চিকিৎসক নন। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ‘এক তরুণীকে আটক করা হয়েছে। সে নিজেকে ডাক্তার পরিচয় দিলেও আটক হওয়ার পর কোন কথা বলতে রাজি হয়নি। তার কাছ থেকে কোন ধরনের তথ্য বের করা সম্ভব হয়নি। তবে তার আচরণ দেখে মনে হয়েছে সে প্রফেশনাল প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। আইনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা মেডিক্যাল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘বার্ন ইউনিট কর্তৃপক্ষ ভুয়া চিকিৎসক পরিচয় দানকারী ডালিয়া নামে এক ভুয়া চিকিৎসক আটক করে আমাদের কাছে সোপর্দ করে। পরে আমরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করেছি। শাহবাগ থানা পুলিশ বিষয়টি তদন্ত করবে।’