ঢাকা, রোববার, ০৬ এপ্রিল ২০২৫

২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

চলতি বছর ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১৬, ৫ এপ্রিল ২০২৫

চলতি বছর ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই রোগে প্রাণ হারিয়েছেন আরও একজন। শনিবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন। এর মধ্যে ঢাকায় ৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬ জন রোগী। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৯০২ জন। আক্রান্তদের ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫ শতাংশ নারী। এ সময়ে মৃত্যুবরণকারী ১৪ জনের মধ্যে ৭১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ২৮ দশমিক ৬ শতাংশ নারী।

আরও পড়ুন