শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৫৯, ১ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৪:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৫
গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় আজ শনিবার মুক্তি পাচ্ছেন আরও তিন ইসরায়েলি জিম্মি। বিনিময়ে ছাড়া পাওয়ার কথা ১৮৩ ফিলিস্তিনি বন্দির। খবর রয়টার্সের।
জানা যায়, মুক্তি পাওয়াদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। যুদ্ধবিরতি কার্যকরের পর চতুর্থ ধাপে মুক্তি পেতে যাওয়া ইসরায়েলিদের তালিকা প্রকাশ করেছে হামাস। এদের মধ্যে রয়েছেন ৫৩ বছর বয়সী ওফার কালদেরন, ৩৪ বছর বয়সী ইয়ারদেন বিবাস এবং ৬৫ বছর বয়সী মার্কিন-ইসরায়েলি কেইথ সিয়েগেল। বিবাসের স্ত্রী এবং ২ বছর ও ৫ বছর বয়সী দুই ছেলেও বন্দি হামাসের হাতে। তবে তাদের পরিণতি সম্পর্কে জানা যায়নি।
উল্লেখ্য, টানা ১৫ মাস ইসরায়েলের বর্বরতম আগ্রাসনের পর গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়। গত তিন ধাপে ১৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এ পর্যন্ত ছাড়া পাওয়া ফিলিস্তিনি কারাবন্দির সংখ্যা ৪০০ জন।