ঢাকা, বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

২৩ মাঘ ১৪৩১, ০৬ শা'বান ১৪৪৬

শিরোনাম

Scroll
শুল্ক বাড়ানোর প্রতিবাদে সমুদ্র ও স্থলবন্দরে ফল খালাস বন্ধ
Scroll
জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬০৮ প্রাণ; রোড সেফটির প্রতিবেদন
Scroll
পুরোপুরি কার্যকর ১২ ব্যাংক, বাকিগুলো খুঁড়িয়ে চলছে: অর্থ উপদেষ্টা
Scroll
রাজনৈতিক দলগুলো সাফল্য চাইলেও সরকার সফল হতে পারছে না: মান্না
Scroll
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
Scroll
ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত প্রায় ৬২ হাজার
Scroll
দেনা আদায়ে সরকারকে চাপ বেসরকারি বিদ্যুৎ ব্যবসায়ীদের, লোডশেডিংয়ের শঙ্কা
Scroll
বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু
Scroll
ক্ষমতায় গেলে বিএনপি বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে: খন্দকার মোশাররফ
Scroll
আগামীতে টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবছর অনুমতি পেলেন সাদপন্থীরা; মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
Scroll
ইউএসএআইডির প্রশাসক নিযুক্ত হলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
Scroll
মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প, তবে চীনের ওপর নয়
Scroll
ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ
Scroll
সুদানে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ৬৫
Scroll
২০৫ ভারতীয়কে দেশে পাঠাল আমেরিকা
Scroll
বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ করতে গভর্নরকে দুদকের চিঠি

মেয়েদের নিয়ে আফগানিস্তানে তুলকালাম, পালিয়েছেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫

মেয়েদের নিয়ে আফগানিস্তানে তুলকালাম, পালিয়েছেন মন্ত্রী

শের আব্বাস স্তানিকজাই

আফগানিস্তানে তালেবান সরকারের সিনিয়র মন্ত্রী শের আব্বাস স্তানিকজাই মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, শেষ পর্যন্ত গ্রেপ্তারের আশঙ্কায় আফগানিস্তান থেকে পালিয়েছেন ওই মন্ত্রী।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসেই তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক উপদেষ্টা শের আব্বাস স্তানিকজাই মেয়েদের জন্য পুনরায় স্কুল চালু করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা ইসলামি শরিয়াহ আইনের পরিপন্থী। এর কোনো যুক্তিসংগত কারণ নেই-না এখন, না ভবিষ্যতে।’

আফগানিস্তানের নারী জনসংখ্যার দিকে ইঙ্গিত করে স্তানিকজাই বলেছিলেন, ‘আমরা ২ কোটি মানুষের প্রতি অবিচার করছি। শিক্ষা মানুষের মৌলিক অধিকার হওয়া উচিত।  আফিগানিস্তানের কাউকে জ্ঞান বিজ্ঞান থেকে দূরে রাখা মানে আমাদের পিছিয়ে থাকা। ’

খোস্ত প্রদেশে এক সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া ওই বক্তব্যটি ছিল তালেবানের নারী শিক্ষাবিরোধী নীতির বিরুদ্ধে প্রথম প্রকাশ্য প্রতিবাদ। এর মাধ্যমে আফগানিস্তানের শাসকদের মধ্যে বিরল মতপার্থক্যের ইঙ্গিত পাওয়া যায়। আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার তিন বছরেরও বেশি সময় ধরে নারীদের জন্য ষষ্ঠ শ্রেণির পর শিক্ষা নিষিদ্ধ করেছে। এই ইস্যুতে দেশটি আন্তর্জাতিকভাবে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্তানিকজাইয়ের বক্তব্যের পর তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন এবং তাঁর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন বলে জানা গেছে। তবে গ্রেপ্তার হওয়ার আগেই স্তানিকজাই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশত্যাগ করেন বলে আফগানিস্তান ইন্টারন্যাশনাল জানিয়েছে।

মেয়েদের শিক্ষার পক্ষে এবারই প্রথম নয়, এর আগেও কথা বলেছিলেন স্তানিকজাই। তালেবানেরা ক্ষমতা গ্রহণের এক বছর পর ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, ‘কেউ মেয়েদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার ধর্মীয় কারণ দেখাতে পারবে না। শিক্ষা নারী-পুরুষ উভয়ের জন্য বাধ্যতামূলক।’

বিশ্লেষকদের মতে, স্তানিকজাইয়ের দেশত্যাগের খবরটি তালেবানের নেতৃত্বে বিভক্তির বিষয়টি আরও স্পষ্ট করে তুলেছে। আফগানিস্তান পুনর্গঠনের জন্য নিয়োজিত মার্কিন বিশেষ পরিদর্শক সংস্থা (এসআইজিএআর) জানিয়েছে, তালেবানের অভ্যন্তরীণ দুই ক্ষমতার কেন্দ্র—কাবুল ও কান্দাহারের মধ্যে মেয়েদের শিক্ষায় নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক রয়েছে।

সম্প্রতি তালেবানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নবি ওমারি খোস্ত প্রদেশের এক সভায় মেয়েদের শিক্ষা নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমি জানি, ধর্মীয় বিধিনিষেধ থাকলেও এটি বৈধ হওয়া উচিত।’

এই মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা তালেবান নেতৃত্বের মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধের চিত্র তুলে ধরছে।

আরও পড়ুন