ঢাকা, বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

২৩ মাঘ ১৪৩১, ০৬ শা'বান ১৪৪৬

কলকাতা বিমানবন্দরে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

কলকাতা বিমানবন্দরে ভয়াবহ আগুন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে আগুন লাগার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার কলকাতা বিমানবন্দরের কনভেয়ার বেল্টের কাছে আগুন লাগে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বুধবার (৫ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে কলকাতা বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। হঠাৎই আগুন লেগে যায় বিমানবন্দরের বেল্টের কাছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে যায় বিমানবন্দরে থাকা লোকজন। তবে আগুন লাগার খবর পেয়েই তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা শুরু করেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায় এবং বেশ কিছুটা অংশে তা ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর সূত্রে খবর, আবর্জনা ফেলার জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল। এতে বিমানের ওঠা-নামায় সমস্যা হয়নি। তবে সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, বিমানবন্দরের মালপত্র রাখার জায়গায় আগুন ধরে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধিসহ পাঁচ হাজার বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন এই সম্মেলনে। ইতোমধ্যে তারা কলকাতায় আসতে শুরু করেছেন। তবে এর মধ্যেই বিমানবন্দরে এই অগ্নিকাণ্ড বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যদিও আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি।

আরও পড়ুন