ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
Scroll
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট
Scroll
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Scroll
পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি হওয়া ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, নিহত হয়েছেন ১৩ জন
Scroll
দুর্বল রাষ্ট্রায়ত্ত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, একীভূতকরণ কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়
Scroll
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন
Scroll
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

আবারও বড় পরিসরে হামলা রুশ বাহিনীর, ২৫ ইউক্রেনীয় নিহত

আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ: ১৪:৫৩, ৯ মার্চ ২০২৫

আবারও বড় পরিসরে হামলা রুশ বাহিনীর, ২৫ ইউক্রেনীয় নিহত

দীর্ঘদিন ধরে ইউক্রেনে যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এরই মধ্যে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৭মার্চ) ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির তৎপরতা চলছে, এরমধ্যে রুশ বাহিনীর এমন হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার রাতভর ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর দোব্রোপিলিয়া ও খারকিভ অঞ্চলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলায় ছয় শিশুসহ অন্তত ২৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রাণঘাতী এ হামলার প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এসব হামলায় প্রমাণিত হয় রাশিয়া শান্তির সপক্ষে নয়।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত ও কিয়েভকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধের পর ইউক্রেনে রুশ বাহিনী প্রথমবারের মতো বড় পরিসরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালাল। গত সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্‌বিতণ্ডার পর ‘শাস্তিমূলক’ এসব পদক্ষেপ নেয় ওয়াশিংটন।

এদিকে শুক্রবারের এই হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের ২৭টি দেশের এই জোটের পররাষ্ট্রবিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার মধ্য নিয়ে পুতিন দেখাচ্ছেন যে তাদের শান্তি প্রতিষ্ঠার প্রতি কোনো আগ্রহ নেই।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের তিনটি গ্রামের দখল নিয়েছে। পরে গ্রামগুলো থেকে পিছু হটেছে ইউক্রেন বাহিনী। ইউক্রেন ও রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে যুক্তরাষ্ট্রের তৎপরতা অব্যাহত রয়েছে। 

যুদ্ধবিরতির লক্ষ্যে আগামী মঙ্গলবার সৌদি আরবে দুই পক্ষের মধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প ও জেলেনস্কি। এদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে তাদের মধ্যস্থতায় জেদ্দায় এ বৈঠক হতে যাচ্ছে। 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন