শিরোনাম
আন্তর্জাতিক ডেক্স
প্রকাশ: ১১:৪২, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:১৪, ১১ মার্চ ২০২৫
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বড় ধরনের সাইবার হামলা হয়েছে। যার প্রভাব পড়েছে প্রায় ১১ হাজার ব্যবহারকারীর ওপর। আকষ্মিক এই বিভ্রাটের জন্য সাইবার হামলাকে দায়ী করেছেন যোগাযোগ মাধ্যমটির মালিক ইলন মাস্ক।
এক পোস্টে সাইবার হামলার বিষয়টি নিজেই জানিয়েছেন ইলন মাস্ক। খবর এএফপির।
এএফপির সূত্র মতে স্থানীয় সময় সোমবার (১০মার্চ) সকাল থেকেই এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এক্স ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়। এসময় অনেকেই তাদের আইডিতে প্রবেশ করতে পারছিলেন না।
বিষয়টি নিয়ে নিজেই এক্সে একটি পোস্ট দেন ধনকুবের ইলন মাস্ক। পোস্টে তিনি লিখেছেন, ‘এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে, এখনও হচ্ছে। তবে এই সমস্যার মধ্যেই কখনো কখনো এক্সে প্রবেশ করা যাচ্ছিল।
তবে মাস্ক এটিকে সাইবার হামলা দাবি করলেওে এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার সময়ও এই ধরনের সমস্যা হয়েছিল এক্সে। প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরে শুরু হয়। সেময়ও এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেছিলেন ইলন মাস্ক।
এদিকে সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এক্সের সার্ভার ও পরিচালনা ব্যবস্থা পর্যালোচনা না করে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে দীর্ঘ সময় ধরে সমস্যার স্থায়িত্ব দেখে অনেকেই সাইবার হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।
তবে, এটি সাইবার হামলা, নাকি প্ল্যাটফর্মের অভ্যন্তরীণ কারিগরি ত্রুটি, সেটি নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ইলন মাস্ক বা এক্সের পক্ষ থেকেও কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।