ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
Scroll
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট
Scroll
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Scroll
পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি হওয়া ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, নিহত হয়েছেন ১৩ জন
Scroll
দুর্বল রাষ্ট্রায়ত্ত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, একীভূতকরণ কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়
Scroll
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন
Scroll
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

সাইবার হামলার কবলে সামাজিক যোগাযোগমাধ্যম ইলন মাস্কের ‘এক্স’

আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ: ১১:৪২, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:১৪, ১১ মার্চ ২০২৫

সাইবার হামলার কবলে সামাজিক যোগাযোগমাধ্যম ইলন মাস্কের ‘এক্স’

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বড় ধরনের সাইবার হামলা হয়েছে। যার প্রভাব পড়েছে প্রায় ১১ হাজার ব্যবহারকারীর ওপর। আকষ্মিক এই বিভ্রাটের জন্য সাইবার হামলাকে দায়ী করেছেন যোগাযোগ মাধ্যমটির মালিক ইলন মাস্ক। 

এক পোস্টে সাইবার হামলার বিষয়টি নিজেই জানিয়েছেন ইলন মাস্ক। খবর এএফপির।

এএফপির সূত্র মতে স্থানীয় সময় সোমবার (১০মার্চ) সকাল থেকেই এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এক্স ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়। এসময় অনেকেই তাদের আইডিতে প্রবেশ করতে পারছিলেন না। 

বিষয়টি নিয়ে নিজেই এক্সে একটি পোস্ট দেন ধনকুবের ইলন মাস্ক। পোস্টে তিনি লিখেছেন, ‘এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে, এখনও হচ্ছে। তবে এই সমস্যার মধ্যেই কখনো কখনো এক্সে প্রবেশ করা যাচ্ছিল।

তবে মাস্ক এটিকে সাইবার হামলা দাবি করলেওে এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার সময়ও এই ধরনের সমস্যা হয়েছিল এক্সে। প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরে শুরু হয়। সেময়ও এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেছিলেন ইলন মাস্ক।

এদিকে সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এক্সের সার্ভার ও পরিচালনা ব্যবস্থা পর্যালোচনা না করে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে দীর্ঘ সময় ধরে সমস্যার স্থায়িত্ব দেখে অনেকেই সাইবার হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

তবে, এটি সাইবার হামলা, নাকি প্ল্যাটফর্মের অভ্যন্তরীণ কারিগরি ত্রুটি, সেটি নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ইলন মাস্ক বা এক্সের পক্ষ থেকেও কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন