শিরোনাম
আন্তর্জাতিক ডেক্স
প্রকাশ: ১৩:২১, ১১ মার্চ ২০২৫
মেক্সিকোতে দুটি আলাদা বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার (১০মার্চ) এ দুর্ঘটনাগুলো ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যের একটি মহাসড়কে বাস উল্টে গিয়ে ১১ জনের মৃত্যু হয়। এতে আহত হন আরও ১২ জন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়াক্সাকা রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ‘সান্তো ডোমিঙ্গো নারোর সম্প্রদায়ের কাছে এই দুর্ঘটনা ঘটেছে এবং এর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।’
এদিকে ডুরাঙ্গো রাজ্য কর্তৃপক্ষ জানায়, মেক্সিকোর উত্তরে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে যাত্রী নিয়ে আসা একটি বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ১৪ জন নিহত হন। বাসটিতে ২৪ জন যাত্রী ছিল বলে জানা গেছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
মেক্সিকোর সংবাদমাধ্যমের পতথ্য অনুযায়ী, নিহতরা ক্ষমতাসীন বামপন্থী দলের সমর্থক ছিলেন এবং তারা রবিবার মেক্সিকো সিটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক নীতির বিরুদ্ধে আয়োজিত প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের সমাবেশ থেকে ফিরছিলেন।
উল্লেখ্য মেক্সিকোতে উচ্চ গতি, যানবাহন ও রাস্তার বেহাল দশা এবং চালকের ক্লান্তির কারণে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। প্রতি বছর প্রায় ১৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান শুধু মেক্সিকোতে।