শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫৭, ১৪ মার্চ ২০২৫ | আপডেট: ১৮:৫৯, ১৪ মার্চ ২০২৫
বেইজিংয়ে ত্রিপক্ষীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওজু, রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।
নিক্কেই এশিয়ার প্রতিবেদন মতে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শুক্রবার (১৪ মার্চে) বেইজিংয়ে ত্রিপক্ষীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা এবং তেহরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সম্প্রদায়ের আরোপিত একতরফা নিষেধাজ্ঞার অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে চীনের নেতৃত্বে ত্রিদেশীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হলো।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা (আইএইএ) দাবি করছে, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হার ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে ফেলেছে, যা ৯০ শতাংশ অস্ত্র-গ্রেড স্তরের কাছে চলে এসেছে। তবে ইরান তার পরমাণু কর্মসূচিকে বরাবরই ‘শান্তিপূর্ণ’ বলে দাবি করে আসছে। দেশটি বলছে, পরমাণু অস্ত্র তৈরি করার ইচ্ছে তাদের নেই।