ঢাকা, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

২৩ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
ঈদের মাসে রেকর্ড ৩২৯ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা
Scroll
বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক
Scroll
আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ
Scroll
আইএমএফের সঙ্গে বৈঠক, ভ্যাট সিঙ্গেল রেটে একবারে আনা সম্ভব নয়: অর্থ উপদেষ্টা
Scroll
পাল্টা শুল্ক: যুক্তরাষ্ট্র প্রশাসনকে ৪৮ ঘণ্টায় দুটি চিঠি দেবে সরকার
Scroll
মারা গেছেন আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা
Scroll
কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. নুরুল্লাহ তরুন
Scroll
সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
Scroll
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে জোরালো বিক্ষোভ
Scroll
৯ দিনের টানা ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

মিয়ানমারে ভূমিকম্প

নিহতের সংখ্যা বেড়ে ২০৫৬, তিনদিন পর চারজন জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩২, ১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৫৭, ১ এপ্রিল ২০২৫

নিহতের সংখ্যা বেড়ে ২০৫৬, তিনদিন পর চারজন জীবিত উদ্ধার

৬০ ঘণ্টা পর চারজনকে জীবিত উদ্ধার

৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ২ হাজার পেরিয়ে গেছে। এছাড়া ভূমিকম্পে আহত হয়েছে আরও অন্তত ৩ হাজার ৯০০। এখনও নিখোঁজ রয়েছে ২৭০ জন। সোমবার (৩১মার্চ) দেশটির সামরিক সরকার এসব তথ্য জানিয়েছে।

এদিকে ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টা পর সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করেছে দেশটির ফায়ার সার্ভিস। এই বিপর্যয়ের পর মিয়ানমারে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।  

মিয়ানমার সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানান, মান্দালয় অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ২০৫৬ জনে দাঁড়িয়েছে, ২৭০ জন নিখোঁজ রয়েছেন। সেখানে ভূমিকম্পে মসজিদ, সেতু এবং বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে স্থানীয়রা জানিয়েছেন, ভূমিকম্পে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হওয়ায় অনেক অঞ্চলের ক্ষয়ক্ষতি সম্পর্কে সঠিক তথ্য জানা সম্ভব হচ্ছে না। 

এর আগে গত শুক্রবার মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ধ্বংসস্তুপে পরিনত হয় দেশটি। এ অবস্থায় উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে দেশটির সরকারকে। এসব সীমাবদ্ধতার মধ্যে উদ্ধারকারীরা যখন জীবিতদের সন্ধান করছেন তখন জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে চিকিৎসা সরঞ্জামের তীব্র অভাব দেখা দিয়েছে, যা ত্রাণ প্রচেষ্টাকে ব্যাহত করছে। 

ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারের রাস্তাঘাটে এর মধ্যে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। স্থানীয় হাসপাতালগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের জন্য জরুরি ভিত্তিতে ৮০ লাখ মার্কিন ডলারের তহবিল সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে জাতিসংঘ। সাহায্যকারী সংস্থাগুলোর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।  
 

আরও পড়ুন