শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩২, ১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৫৭, ১ এপ্রিল ২০২৫
৬০ ঘণ্টা পর চারজনকে জীবিত উদ্ধার
এদিকে ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টা পর সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করেছে দেশটির ফায়ার সার্ভিস। এই বিপর্যয়ের পর মিয়ানমারে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
মিয়ানমার সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানান, মান্দালয় অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ২০৫৬ জনে দাঁড়িয়েছে, ২৭০ জন নিখোঁজ রয়েছেন। সেখানে ভূমিকম্পে মসজিদ, সেতু এবং বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে স্থানীয়রা জানিয়েছেন, ভূমিকম্পে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হওয়ায় অনেক অঞ্চলের ক্ষয়ক্ষতি সম্পর্কে সঠিক তথ্য জানা সম্ভব হচ্ছে না।
এর আগে গত শুক্রবার মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ধ্বংসস্তুপে পরিনত হয় দেশটি। এ অবস্থায় উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে দেশটির সরকারকে। এসব সীমাবদ্ধতার মধ্যে উদ্ধারকারীরা যখন জীবিতদের সন্ধান করছেন তখন জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে চিকিৎসা সরঞ্জামের তীব্র অভাব দেখা দিয়েছে, যা ত্রাণ প্রচেষ্টাকে ব্যাহত করছে।
ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারের রাস্তাঘাটে এর মধ্যে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। স্থানীয় হাসপাতালগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের জন্য জরুরি ভিত্তিতে ৮০ লাখ মার্কিন ডলারের তহবিল সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে জাতিসংঘ। সাহায্যকারী সংস্থাগুলোর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।