শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:৫৯, ১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:০৬, ১ এপ্রিল ২০২৫
ভারতের ঝাড়খণ্ডে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
মঙ্গলবার ভোর ৩টা নাগাদ সাহিবগঞ্জ জেলার বারহাইটের ভোগনাডিহের কাছে ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ফারাক্কা থেকে লালমাটিয়াগামী একটি পণ্যবাহী ট্রেন ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে দাঁড়িয়ে থাকা আরেকটি পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এতে ট্রেন দুটির ইঞ্জিন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং আগুন লেগে যায়। যার জেরে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ইতিমধ্যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ লাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ঠিক করতে ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দুটি ট্রেন একই লাইনে কীভাবে এলো তা জানতে তদন্ত করছে রেল বিভাগ।
এ ঘটনায় দেশটির রেলের কর্মকর্তারা জানান, এ দুর্ঘটনার সঙ্গে ভারতীয় রেলের কোনো সম্পর্ক নেই। ঝাড়খণ্ডের কাহালগাঁও এবং ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সংযোগকারী ওই ট্র্যাক এনটিপিসি-র মালিকানাধীন এবং পরিচালিত। ট্র্যাকটি এনটিপিসি লালমাটিয়া এমজিআর নামে পরিচিত। এটি পরিচালনায় ভারতীয় রেলওয়ের সঙ্গে সম্পর্ক নেই।
এদিকে দুর্ঘটনার উদ্ধার কাজে এনটিপিসি মালদা বিভাগের কাছে সাহায্য চাওয়া হয়েছে। পূর্ব রেলওয়ের মালদা বিভাগ থেকে ১৪০ টন ক্রেন চেয়েছে এবং সাহেবগঞ্জ থেকে এটির ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় রেলওয়ে এনটিপিসি কর্তৃপক্ষকে পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করছে।