ঢাকা, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
বিচার বানচালে পতিত সরকারের অর্থ ব্যয়ের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর
Scroll
ট্রাম্পের প্রশাসনে থাকছে না মাস্কের চাকরি
Scroll
মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা হুতির
Scroll
ব্লুমবার্গের বিশ্লেষণ: ট্রাম্পের শুল্ক গণনা পদ্ধতিই ‘অন্যায্য’, বাংলাদেশসহ গরিব দেশগুলোর জন্য বিপর্যয়কর
Scroll
ট্রাম্পের শুল্কনীতি আরোপে বাণিজ্য যুদ্ধের শঙ্কা, বিশ্বনেতাদের তীব্র প্রতিক্রিয়া
Scroll
দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে: প্রধান উপদেষ্টা
Scroll
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র
Scroll
সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
Scroll
মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০০৩, ত্রাণ সরবরাহে যুদ্ধবিরতি ঘোষণা জান্তার
Scroll
বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

তাইওয়ান দখলের প্রস্তুতি শুরু করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:৩০, ১ এপ্রিল ২০২৫

তাইওয়ান দখলের প্রস্তুতি শুরু করেছে চীন

তাইওয়ান ঘিরে যৌথ স্থল, নৌ ও রকেট বাহিনীর মহড়া শুরু করেছে চীন। মঙ্গলবার (১ এপ্রিল) থেকেই এই মহড়া শুরু হয়। এই মহড়াকে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে একটি ‘কঠোর সতর্কবার্তা’ বলে বর্ণনা করা হয়েছে। একই সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে ‘পরজীবী’ বলে আক্রমণ করেছে বেইজিং। তাইওয়ানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে চীনা নৌবাহিনীর উপস্থিতির জবাবে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

গণতান্ত্রিকভাবে পরিচালিত দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। এটি দখলে নিতে বলপ্রয়োগ হতে পারে বলে আগেই হুমকি দিয়েছিল চীন। গত মাসে লাই চিং-তে চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ বলে আখ্যা দেওয়ার পর এই মহড়া শুরু হলো।

পূর্ব থিয়েটার কমান্ডের ঘোষণার সঙ্গে প্রকাশিত এক ভিডিওতে তাইওয়ানের প্রেসিডেন্টের একটি কার্টুন পোকা হিসেবে দেখানো হয়েছে। ভিডিওতে ও প্রেসিডেন্ট পোকাকে চপস্টিক দিয়ে ধরে রাখা হয়েছে এবং তার নিচে জ্বলছে একটি দগ্ধ তাইওয়ান। ভিডিওতে ইংরেজিতে তাকে ‘পরজীবী’ বলা হয়েছে।

পূর্ব থিয়েটার কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়ার মূল লক্ষ্য হলো সমুদ্র ও আকাশে যুদ্ধ প্রস্তুতির টহল, সমন্বিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, সামুদ্রিক ও স্থল লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানা এবং গুরুত্বপূর্ণ এলাকা ও পথনির্দেশের ওপর অবরোধ আরোপ করা।

তাইওয়ানের সরকার এই মহড়ার নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ‘একজন ঝামেলাসৃষ্টিকারী’ হিসেবে পরিচিত এবং তাইওয়ানের সরকার আত্মরক্ষা করার জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী ও সক্ষম।

দুইজন শীর্ষস্থানীয় তাইওয়ান কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ১০টিরও বেশি চীনা সামরিক জাহাজ তাইওয়ানের ২৪ নটিক্যাল মাইল সংলগ্ন অঞ্চলের কাছে চলে এসেছে এবং এর জবাবে তাইওয়ান তার নিজস্ব যুদ্ধজাহাজ পাঠিয়েছে।

তবে চীনা সামরিক বাহিনী কোনও সরাসরি গোলাবর্ষণ করেছে এমন কোনও তথ্য তাইওয়ান এখনও শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

এই মহড়া এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জাপান ও ফিলিপাইনে সফর শেষ করেছেন। সেখানে তিনি চীনের সমালোচনা করেন এবং বলেন, চীনের আগ্রাসন মোকাবিলায় জাপান ‘অপরিহার্য’। জানিয়েছে যে যুক্তরাষ্ট্র দ্বীপটির পাশে থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন