ঢাকা, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

মিয়ানমারে ভূমিকম্প

জীবিতদের সন্ধানে ৫ দিন পরেও চলছে তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:১৫, ২ এপ্রিল ২০২৫

জীবিতদের সন্ধানে ৫ দিন পরেও চলছে তল্লাশি

জীবিতদের সন্ধানে ৫ দিন পরেও চলছে তল্লাশি

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমার। ভূমিকম্পের প্রায় পাঁচদিন পরেও জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন দেশটির উদ্ধারকর্মীরা। তারা ধারণা করছে, ধ্বংসস্তূপের ভেতর এখনও অনেকে জীবিত রয়েছেন।

ধ্বংসস্তুপের নিচ থেকে নিখোঁজদের খুঁজে পেতে চেষ্টা চালাচ্ছে চীন, রাশিয়া, ভারত’সহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা। এদিকে জান্তা সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজার ৭শ’র বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- খুব দ্রুতই প্রাণহানি তিন হাজার ছাড়িয়ে যাবে। ভয়াবহ এ ভূমিকম্পে আহত হয়েছে সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। এখনও নিখোঁজ রয়েছে ৪৪১ জন।

ভয়াবহ এই ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে বলে আশংকা করছেন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। এদিকে একই দুর্যোগে থাইল্যান্ডে প্রাণ হারিয়েছেন ২১ জন।

এর আগে শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেপিদো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে। 

ভয়াবহ এই ভূমিকম্পে মিয়ানমারের বহু ভবন, সেতু ও রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবাও বিচ্ছিন্ন অনেক জায়গায়। ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারের জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছে সামরিক সরকার।

ভূমিকম্পটির তীব্র প্রভাব অনুভূত হয় প্রতিবেশী বাংলাদেশ, চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনামেও।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন