শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮:৩৯, ২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৫৪, ২ এপ্রিল ২০২৫
প্রতিবেদনটিতে বলা হয়, বিদ্রোহী গোষ্ঠী দ্য তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) মান্দালয়ে ত্রাণ দিতে যাচ্ছিল। তাদের ট্রাকগুলো শান রাজ্যের নাউং চো অতিক্রম করার পথে ট্রাকগুলোকে লক্ষ্য করে হামলা চালায় জান্তা বাহিনী।
এ বিষয়ে টিএনএলএ জানায়, তারা ত্রাণ দেওয়ার পরিকল্পনা জান্তা সরকারকে জানিয়েছিল। তবে মিয়ানমার সরকার বলছে, তারা এ পরিকল্পনার বিষয়ে জানত না। ট্রাকগুলো না থামায় গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।
এদিকে মিয়ানমার সরকার বলছে, গত শুক্রবার হওয়া ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত ২ হাজার ৮৮৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪ হাজার ৬৩৯ জন। আর এখনও নিখোঁজ রয়েছে ৩৭৩ জন। তবে ধারণা করা হচ্ছে, প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসাবের থেকে অনেক বেশি। এখনও মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চলমান।