শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:০২, ৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:১১, ৩ এপ্রিল ২০২৫
বিদেশি গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
এদিন সংবাদ সম্মেলনে বক্তব্যের শুরুতেই ট্রাম্প বলেন, ‘আজ খুব ভালো খবর থাকবে’। তিনি বলেন, ‘আজকের এই দিনকে যুক্তরাষ্ট্রের “অর্থনৈতিক স্বাধীনতা দিবস” হিসেবে উল্লেখ করছি আমি, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। আজকের দিনটি আমেরিকান শিল্পের “পুনর্জন্ম”। আমেরিকাকে “আবার সম্পদশালী” করার দিন।’
এসময় ট্রাম্প আরও বলেন, ‘দক্ষিণ কোরিয়ায় যেসব গাড়ি উৎপাদন করা হয়, তার ৮০ শতাংশের বেশি সে দেশে বিক্রি হয়। আর জাপানে যেসব গাড়ি বিক্রি হয়, সেগুলোর ৯০ শতাংশের বেশি সে দেশে তৈরি হয়। এসব দেশে যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রি হয় খুব সামান্য।
ফোর্ড অন্যান্য দেশে খুব কম গাড়ি বিক্রি করে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘অন্য যে দেশে তৈরি মোটরযানের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে এবং এটা আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে।’
মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধার মুখে রয়েছে। অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছে। অনেক ক্ষেত্রে অশুল্ক বাধা আরও খারাপ অবস্থা তৈরি করেছে।’ তবে সংশ্লিষ্টরা বলছেন, এই নতুন কর আরোপের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্যিক লড়াই আরো জটিল হয়েছে। এর ফলে বিশ্ববাণিজ্য পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হবে। উপরন্তু সাধারণ মানুষের মধ্যেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তাঁরা।
অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, আমদানিতে শুল্ক আরোপের ফলে দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়বে। কারণ যুক্তরাষ্ট্রে মোট বিক্রি হওয়া গাড়ির মাত্র ৫০ শতাংশ তৈরি হয় দেশে। এসময় ট্রাম্প প্রশাসন আরও জানিয়েছে, এই শুল্ক থেকে বছরে আনুমানিক ১০০ বিলিয়ন ডলার আয় বৃদ্ধি হবে।
যুক্তরাষ্ট্রের গাড়ি উৎপাদনকারী সংস্থাগুলোর সূত্র জানিয়েছে, সারা পৃথিবী থেকে তারা গাড়ির যন্ত্রাংশ আমদানি করে। তাদের আশঙ্কা, ট্রাম্পের এই নতুন সিদ্ধান্তের ফলে গাড়ি উৎপাদনের খরচ বাড়বে এবং বিক্রি কমে যাবে।
এদিকে যুক্তরাষ্ট্রের নতুন ধার্য করা শুল্কের ফলে গাড়ির দাম অনেকাংশেই বৃদ্ধি পাবে বলে জানিয়েছে দ্য সেন্টার ফর অটোমোটিভ রিসার্চ।