শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:২০, ৩ এপ্রিল ২০২৫
কমে গেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল আন এনভিডিয়ার বাজার মূলধন। ট্রাম্পের শুল্কারোপের ঘোষণায় বিশ্ববাজারে ৩ শতাংশ দরপতন হয়েছে জ্বালানি তেলের। ব্যারেল প্রতি জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৭৩ ডলার ১৩ সেন্ট দরে।
অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বের অন্যান্য দেশ শুল্কারোপে ক্ষতিগ্রস্ত হলেও মূল্যস্ফীতির সেই ঝড় ঘুরেফিরে আসবে যুক্তরাষ্ট্রের ওপরই। এমনকি বিশ্ব বাণিজ্যে আধিপত্য ধরে রাখা খোদ যুক্তরাষ্ট্রই হয়ে পড়তে পারে কোণঠাসা। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির চাকা সচল করার দাবি করে উল্টো এর ক্ষতি করছেন ট্রাম্প। এতে করে বিশ্বজুড়ে আবারও মূল্যস্ফীতি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের।
ক্ষমতায় আসার আড়াই মাসের মধ্যে শুধু বিশ্ব রাজনীতি নয়, বিশ্ব অর্থনীতিতেও হইচই ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহত্তম অর্থনীতি আর বাণিজ্যিক অংশীদার দেশ থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত কিংবা দরিদ্র, সব দেশে ঢালাওভাবে ১০ শতাংশ শুল্কারোপ করেছেন তিনি। দেশের আকাশচুম্বী বাণিজ্য ঘাটতি কমাতে গিয়ে উল্টো অন্য দেশে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ বুমেরাং হয়ে ফিরতে পারে যুক্তরাষ্ট্রের দিকেই। অর্থনীতিবিদরা বলছেন, এতে করে গেলো কয়েক দশক ধরে বিশ্ববাণিজ্যে যুক্তরাষ্ট্রের তৈরি করা সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে খোদ যুক্তরাষ্ট্রই।