শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮:৩০, ৩ এপ্রিল ২০২৫
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ বৃহস্পতিবার এ বিষয়ে বলেন, ‘পৃথিবীর কোনো জায়গা নিরাপদ নয়।’ হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ ছাড়াও অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের বাইরের আরও কিছু অঞ্চল যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের তালিকায় আলাদা করে স্থান পেয়েছে। যেগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক বসানো হবে।
অস্ট্রেলিয়ার এসব দূরবর্তী ও বিচ্ছিন্ন অঞ্চল সরাসরি স্বায়ত্তশাসিত নয়, তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিশেষ প্রশাসনিক সম্পর্ক রয়েছে। শুল্ক তালিকায় থাকা অন্যান্য দ্বীপের মধ্যে কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জ, ক্রিসমাস দ্বীপ ও নরফোক দ্বীপও রয়েছে।
নরফোক দ্বীপটি সিডনি থেকে ১ হাজার ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। সেখানে মাত্র ২ হাজার ১৮৮ জন মানুষের বাস।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৫৫ হাজার মার্কিন ডলারের (প্রায় ১০ লাখ ৪০ হাজার অস্ট্রেলিয়ান ডলার) পণ্য রপ্তানি করেছে নরফোক দ্বীপ। এর মধ্যে ৪ লাখ ১৩ হাজার মার্কিন ডলারের (প্রায় ৬ লাখ ৫৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার) চামড়ার জুতা ছিল প্রধান রপ্তানি পণ্য।