শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৪২, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:১৫, ৪ এপ্রিল ২০২৫
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওল
দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী, অভিশংসিত প্রেসিডেন্টের স্থায়ী অপসারণের পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুনভাবে প্রেসিডেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। যেহেতু সংবিধান অনুযায়ী ইউনকে অপসারণ করা হয়েছে, ফলে দেশটিতে আগামী ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ততক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী হান ডাক-সু।
ইউনকে অপসারণের মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতাময় অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে। চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে হিমশিম খাচ্ছিল দেশটি।
বর্তমানে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফৌজদারি বিচারের মুখোমুখি ৬৪ বছর বয়সী ইউন। চলতি বছরের জানুয়ারির ১৫ তারিখে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম বর্তমান প্রেসিডেন্ট হিসেবে গ্রেপ্তার হন তিনি। যদিও মার্চ মাসে আদালত তাঁর গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করলে তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে গত ৩ ডিসেম্বর দেশে সামরিক আইন জারি করার মধ্য দিয়ে নিজের পতনের রাস্তা তৈরি করেন ইউন। সেসময় বিরোধীদের চাপে সামরিক আইন জারির মাত্র ছয় ঘণ্টার মুখে তা প্রত্যাহারে বাধ্য হন তিনি। এর কিছুদিন পরই তার অভিশংসন প্রস্তাব অনুমোদন করে দক্ষিণ কোরীয় পার্লামেন্ট।