শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:০৬, ৪ এপ্রিল ২০২৫
পরিবারসহ হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল
এসময় ইসরাইলি বাহিনী দাবি করে, হামাস কমান্ডার ফারহাত ইসরাইলের বিরুদ্ধে ‘অসংখ্য ষড়যন্ত্রের’ নেপথ্যে ছিলেন এবং গত বছরের ফেব্রুয়ারিতে উত্তর ইসরাইলে রকেট হামলার জন্যও তাকে দায়ী করা হয়েছে। ওই হামলায় একটি পর্যবেক্ষণ পোস্টে এক ইসরাইলি সেনা নিহত হয় বলেও জানিয়েছে ইসরাইলি বাহিনী।
সম্প্রতি গাজার বিভিন্ন এলাকায় হামলা আরও জোরদার করেছে নেতানিয়াহুর সেনারা। এর মধ্যে গাজার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত পরিবারের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে বলে জানিয়েছে হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় একটি হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানায়, গাজা শহরের উত্তর-পূর্বাঞ্চলীয় তুফাহ জেলার দার আল-আরকাম স্কুলে এ হামলা চালানো হয়। প্রাণহানির পাশাপাশি এতে বহু মানুষ আহত হয়েছেন।
তবে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) গাজায় অন্তত তিনটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। আর এতে প্রাণ গেছে কমপক্ষে ৩৩ জনের।