শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:১৯, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:২৪, ৫ এপ্রিল ২০২৫
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
ইসলামিক ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে ঈদুল আজহা একটি। ক্যালেন্ডার অনুযায়ী ৫ আগামী জুন আরাফার দিবস পালিত হবে। আর এর একদিন পর অর্থাৎ ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। তবে ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা না গেলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে স্থানীয় সময় ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদ দেখা যাবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন চাঁদ দেখা যায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে তার পরের দিন চাঁদ দেখা যায়। সে অনুযায়ী যদি ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদ হয়, তাহলে বাংলাদেশে পরদিন অর্থাৎ আগামী ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলিমদের আরেক ধর্মীয় উৎসবের দিন। যা কুরবানির ঈদ নামে পরিচিত। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের ছেলে হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার নিয়ত করেন হযরত ইব্রাহিম (আ.)। যা ছিল আল্লাহর প্রতি আনুগত্যের একটি নির্দশন।