শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৫১, ৫ এপ্রিল ২০২৫
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধে এখন পর্যন্ত গাজায় মোট ৫০ হাজার ৫২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন এক লাখ ১৪ হাজার ৬৩৮ জন।
তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে ভিন্ন কথা। তাদের তথ্য অনুযায়ী, গাজায় এ পর্যন্ত মোট ৬১ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারাও নিহত হয়েছেন বলে ধরে নেওয়া হয়েছে।
এদিকে সিরিয়ায়ও সম্প্রতি হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সামরিক স্থাপনায় এসব হামলা চালাতে শুরু করেছে ইসরায়েল। তবে ইসরায়েলকে সংঘাত পরিহারের আহ্বান জানিয়েছে তুরস্ক।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ‘সিরিয়ায় ইসরায়েলের সঙ্গে কোনো সংঘাত চায় না তুরস্ক। সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে বারবার ইসরায়েলি হামলার ফলে নতুন সরকারের হুমকি প্রতিরোধের ক্ষমতা হ্রাস পেয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।’
এদিকে তুরস্ক ২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করে আসছে। তুরস্ক ন্যাটোর সদস্যভুক্ত একটি দেশ। গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে দেশটির। তাছাড়া এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে তুরস্ক।