ঢাকা, রোববার, ০৬ এপ্রিল ২০২৫

২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০:২৫, ৫ এপ্রিল ২০২৫

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫৪

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৪ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২২০ জন। ভূমিকম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতির পর মিয়ানমারের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর রয়টার্সের

গত ২৮ মার্চ সাগাইং অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে আরও অন্তত ৪ হাজার ৮৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং উৎপত্তিস্থল ১০ কিলোমিটার গভীরে। কম্পনের প্রভাব ছড়িয়ে পড়ে বাংলাদেশ, ভারত, লাওস, থাইল্যান্ড ও চীন পর্যন্ত।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ছয়টি অঞ্চলের প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ। জরুরি সহায়তা হিসেবে জাতিসংঘ ১ কোটি ২০ লাখ ডলারের একটি তহবিল বরাদ্দ করেছে, যা খাদ্য, আশ্রয়, সুপেয় পানি, স্যানিটেশন, মানসিক স্বাস্থ্য সহায়তাসহ জরুরি সেবা নিশ্চিত করতে ব্যয় করা হবে।

ঘটনার পর জান্তাপ্রধান মিন অং হ্লাইং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেন। এসব দেশ থেকে এরই মধ্যে মিলেছে লক্ষ লক্ষ ডলারের সহায়তা।

উদ্ধার তৎপরতা জোরদারে মিয়ানমারে পৌঁছেছে শত শত আন্তর্জাতিক উদ্ধারকর্মী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের। 

আরও পড়ুন