ঢাকা, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে ট্রাম্প ও ইলন মাস্ক বিরোধী জোরালো বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২৭, ৬ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে ট্রাম্প ও ইলন মাস্ক বিরোধী জোরালো বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ করছে যুক্তরাষ্ট্রের সিটিজেনরা। ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প দেশটির কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই ও প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগসহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিক্ষোভ শুরু হয়। 

গতকাল শনিবার (৬এপ্রিল) দেশটির ৫০টি অঙ্গরাজ্যে প্রায় ১ হাজার ২০০ বিক্ষোভ–সমাবেশ আয়োজন করা হয়। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে এক দিনে এটিই ট্রাম্পের সবচেয়ে বড় বিক্ষোভ।  

গতকাল ওয়াশিংটনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সামান্য বৃষ্টিও হয়েছে সেখানে। বিরূপ আবহাওয়ার মধ্যে শহরটিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হতে শুরু করেন। এসময় ওয়াশিংটনের কানেটিকাট অ্যাভিনিউয়ে বিক্ষোভকারীদের লাইনে দাঁড়াতে দেখা যায়। শহরের ন্যাশনাল মল এলাকায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন তাঁরা। এই বিক্ষোভকারীদের হাতে ছিল ‘যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই’, ‘মাস্ককে বিতাড়িত করুন’ লেখা প্ল্যাকার্ড। 

গতকালের বিক্ষোভের নাম দেওয়া হয়েছে ‘হ্যান্ডস অফ’। যার একটি অর্থ হতে পারে,‘আমাদের নিজের মতো চলতে দাও’। গতকালের বিক্ষোভে দেড় শটির মতো গোষ্ঠী অংশ নিয়েছে। সেগুলোর একটি ‘ইনডিভিজিবল’। গোষ্ঠীটির সহপ্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন, বিশাল এই বিক্ষোভের মধ্য দিয়ে তাঁরা ট্রাম্প, ইলন মাস্ক, রিপাবলিকান কংগ্রেস সদস্য ও তাঁদের মিত্রদের পরিষ্কার বার্তা পাঠাতে চান যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

উল্লেখ্য,দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকেই সমালোচিত হয়েছে ট্রাম্পের নানা পদক্ষেপ। এছাড়া ২০ জানুয়ারি শপথ গ্রহণের দিন থেকেই একরাশ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এর মধ্যে রয়েছে অবৈধ অভিবাসন, বিদেশি সহায়তা, ট্রান্সজেন্ডার অধিকারসংক্রান্ত আদেশগুলো। 

জানা গেছে, ট্রাম্পের কোনো কোনো আদেশের বিরুদ্ধে বিভিন্ন অঙ্গরাজ্যে মামলা হয়েছে। আবার কোনো কোনো আদেশ স্থগিত করেছেন আদালত।

এদিকে যুক্তরাষ্ট্রের আগেই গতকাল ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয় ট্রাম্পবিরোধী বিক্ষোভ। এসময় মার্কিন প্রেসিডেন্টের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস ও লন্ডনে একত্র হন বিক্ষোভকারীরা। তাঁদের হাতে ধরা ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আইনের শাসন’, ‘অত্যাচারী শাসককে প্রতিহত করুন’, ‘গণতন্ত্র রক্ষা করুন’ইত্যাদি স্লোগান।
 

আরও পড়ুন