শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:১৭, ৭ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনি এই জোটটি রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয়। এসময় সমগ্র ফিলিস্তিনেও পুরোদস্তুর ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাপী ফিলিস্তিনের সমর্থক ও মানবাধিকারকর্মীদের প্রতি সংহতির আহ্বান জানিয়েছে ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন নামের কোয়ালিশনটি। নির্বিচার ইসরায়েলি বর্বরতা থামাতে এবং তেল আবিবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে জবাবদিহিতার আওতায় আনতে এ কর্মসূচি বলে জানিয়েছে তারা।
এদিকে, ফিলিস্তিনি জোটটির আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন নিউ ইয়র্ক হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এবং ডক্টরস অ্যাগেইনস্ট জেনোসাইড।
বাংলাদেশেও সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী ও ছাত্রনেতারা।
এই ডাকের প্রতি সংহতি জানিয়ে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে আজ ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।