শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:১৩, ৭ এপ্রিল ২০২৫
জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের কৈলাশপুর পাওয়ার হাউজে এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ওই যুবকের নাম সাকিব খান। তিনি কৈলাশপুর পাওয়ার হাউজে একজন চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ওই কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সঞ্জিব কুমার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ‘গত ৩১ মার্চ ঈদের দিন নামাজের পর সাকিব ফিলিস্তিনের পতাকা ওড়ান এবং এর ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন।এরপর ছবিটি ভাইরাল হলে তা বিদ্যুৎ বিভাগের নজরে আসে এবং এই পতাকা ওড়ানোকে তারা ‘রাষ্ট্র বিরোধী’ কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেন।’
ফিলিস্তিনের পতাকা ওড়ানো ঘটনাকে কেন্দ্র করে যে ঠিকাদার কোম্পানির মাধ্যমে সাকিবকে কাজে নেয়া হয়েছিল তাদের অপসারণের চিঠি দেয় কর্তৃপক্ষ।
এছাড়া ঈদের দিন উত্তরপ্রদেশের সাহারানপুরে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করেছেন স্থানীয় জনগন। সেই মিছিলের ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।