শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৫৫, ৯ এপ্রিল ২০২৫
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই বিভিন্ন দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।
তারই পরিপ্রেক্ষিতে ২ এপ্রিল নতুন শুল্কের তালিকা প্রকাশ করে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার থেকে সেই নতুন আরোপিত শুল্ক কার্যকর হচ্ছে। ঠাৎ করেই যুক্তরাষ্ট্র তার সব বাণিজ্য অংশীদার দেশের ওপর শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করেছে, যা আন্তর্জাতিক বাজারে নানামুখী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি ডিপার্টমেন্টের প্রধান অপারেটিং অ্যাকাউন্ট ও সাধারণ অ্যাকাউন্টে জমা থাকা অর্থের পরিমাণ ও অর্থ উত্তোলনের দৈনিক নথি থেকে দেখা যায়, চলতি মাসে এখনও পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ২০০ মিলিয়ন ডলার কাস্টমস ও নির্দিষ্ট আবগারি কর জমা হয়েছে।
এ বিষয়ে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসজুড়ে ট্রেজারি ডিপার্টমেন্ট প্রায় ৭ দশমিক ২৫ ডলার শুল্ক আদায় করেছে যুক্তরাষ্ট্র। আর মার্চ মাসের পরিসংখ্যান আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করবে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।
তবে শুল্ক থেকে আয়ের ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।