শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:১১, ১০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:১৮, ১০ এপ্রিল ২০২৫
ট্রাম্প বলেছেন, এই ৯০ দিনের মধ্যে মাত্র ১০ শতাংশের একটি উল্লেখযোগ্যভাবে হ্রাসকৃত রিসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্ক কার্যকর থাকবে।
সব দেশের ওপর আরোপিত শুল্ক স্থগিত করা হলেও চীনের ক্ষেত্রে হয়েছে ভিন্ন। দেশটির ওপর ট্রাম্প শুল্ক অবিলম্বে বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন, যা আগে ঘোষিত ১০৪ শতাংশ থেকে বেশি।
এই ঘোষণা দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, ‘বিশ্ববাজারের প্রতি চীনের অনাগ্রহের ভিত্তিতে, আমি দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক অবিলম্বে কার্যকরভাবে ১২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করছি। আশা করি, অদূর ভবিষ্যতে কোনো এক সময়ে চীন বুঝতে পারবে যে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোকে আর ঠকানো টেকসই বা গ্রহণযোগ্য নয়।’
পোস্টে ডোনাল্ড ট্রাম্প আরও লিখেন, ‘চীন একটি চুক্তি করতে চায়। তারা কেবল জানে না কীভাবে এটি করতে হয়...প্রেসিডেন্ট সি চিনপিং একজন গর্বিত মানুষ। তারা জানে না কীভাবে এটি (চুক্তি) করতে হয়, তবে তারা এটি বের করে ফেলবে।’
শুল্ক স্থগিতের ব্যাপারে একটি প্রতিবেদনে ট্রাম্প বলেন, ‘বন্ড মার্কেট খুবই কঠিন, আমি এটি দেখছিলাম। বন্ড মার্কেট এখন সুন্দর। তবে হ্যাঁ, আমি গত রাতে দেখেছি যে, লোকজন অস্বস্তি বোধ করছে। আমাদের আইনজীবীদের কাছে যাওয়ার সুযোগ ছিল না, অথবা এটি কেবল লেখা হয়েছিল। আমরা এটি আমাদের অন্তর থেকে লিখেছি, তাই না? এটি অন্তর থেকে লেখা হয়েছিল, এবং আমি মনে করি এটি ভালোও লেখা হয়েছে, তবে এটি অন্তর থেকে লেখা হয়েছিল।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি ভেবেছিলাম লোকজন একটু বেশিই বাড়াবাড়ি করছে...তারা একটু উত্তেজিত হয়ে উঠছিল, জানেন তো, তারা একটু একটু ভয় পাচ্ছিল। আপনাকে নমনীয় হতে হবে।’
ট্রাম্পের এমন আকস্মিক পদক্ষেপে ওয়াল স্ট্রিটের শেয়ারের দাম দ্রুত বেড়ে যায়। ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ডাউ অ্যান্ড জোনস সূচক প্রায় ৮ শতাংশ বেড়ে প্রায় ২৫০০ পয়েন্ট বৃদ্ধি পায়।
এছাড়াও প্রযুক্তি শেয়ারবাজর নাসডাক ১২ দশমিক ২ শতাংশ বেড়ে গত ২৪ বছরের মধ্যে সেরা দিনের ফল করেছে এবং এসঅ্যান্ডপি-৫০০ ছয় শতাংশ বেড়ে ৫২৮১ দশমিক ৪৪ পয়েন্টে পৌঁছেছে। তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে এবং ডলারও শক্তিশালী হয়েছে।