শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৪৩, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:০৫, ১১ এপ্রিল ২০২৫
দুর্ঘটনায় হেলিকপ্টারটির সব আরোহী নিহত হয়েছেন। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রযুক্তি জায়ান্ট সিমেন্সের স্প্যানিশ শাখার প্রধান এবং স্ত্রী-সন্তানসহ তার পরিবারের আরও চার সদস্য রয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু পরে তারাও মারা যান।
বিবিসি বলছে, নিউইয়র্ক সিটিতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় স্পেনের প্রযুক্তি জায়ান্ট সিমেন্স-এর স্প্যানিশ শাখার প্রেসিডেন্ট অগাস্টিন এসকোবার ও তার পরিবার প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তার স্ত্রী এবং তিন সন্তানও রয়েছেন- যারা একসঙ্গে ভ্রমণে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
অগাস্টিন এসকোবার পরিবার নিয়ে বার্সেলোনা থেকে নিউইয়র্কে এসেছিলেন বৃহস্পতিবার সকালে। হেলিপ্যাডে এবং হেলিকপ্টারের ভেতরে পরিবারের তোলা হাসিমাখা ছবি এখন রীতিমতো হৃদয়বিদারক হয়ে উঠেছে।
সিমেন্স স্পেন-এর সিইও হিসেবে অগাস্টিন এসকোবার ২০২২ সালে নিয়োগ পান। এর আগে তিনি সিমেন্স মবিলিটি স্পেন-এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ থেকে ২০১০ পর্যন্ত স্পেনে জ্বালানি ও পরিবহন খাতে গুরুত্বপূর্ণ নানা পদে ছিলেন এবং জার্মান চেম্বার অব কমার্স ফর স্পেন-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক ব্রিফিংয়ে জানিয়েছেন, হেলিকপ্টারটি নদীতে বিধ্বস্তের পর তাদেরকে উদ্ধার করা হলেও এক পর্যায়ে সবাইকে মৃত ঘোষণা করা হয়। তিনি এটিকে হৃদয়বিদারক ও মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন।
খবর পেয়ে নিউইয়র্ক ও নিউ জার্সির পুলিশ এবং অগ্নিনির্বাপক বাহিনীর জাহাজ ঘটনাস্থলে পৌঁছায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলিকপ্টারটি থেকে কিছু টুকরো ভেঙে পড়তে দেখা যায় ও এক পর্যায়ে এটি নদীতে গিয়ে পড়ে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, নিউইয়র্ক সিটির হাডসন নদীতে একটি বেল ২০৬ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ডুবে গেছে।
এফএএ ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড এই ঘটনার তদন্ত করবে বলে জানানো হয়েছে।
সূত্র: বিবিসি