ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

২ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

স্কুল চলাকালীন মোবাইল-আইপ্যাড ব্যবহার নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:৫৮, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:৫৮, ১১ এপ্রিল ২০২৫

স্কুল চলাকালীন মোবাইল-আইপ্যাড ব্যবহার নিষিদ্ধ

স্কুলের শিক্ষার পরিবেশ আরও শৃঙ্খলাপূর্ণ ও কার্যকর করতে নতুন নির্দেশনা জারি করেছে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয়। এতে স্কুল চলাকালীন শিক্ষার্থী, শিক্ষক, প্রযুক্তি সহকারী ও কর্মচারীদের মোবাইল ফোন, আইপ্যাডসহ অনুমোদনহীন যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।  

তবে চার্জ ফুল করে শিক্ষার্থীরা ল্যাপটপ আনতে পারবে। পাশাপাশি, শিক্ষার্থীরা যেন ক্লাসে প্রয়োজনীয় বই, খাতা ও অন্যান্য শিক্ষাসামগ্রী সঙ্গে আনে, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। 

শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও স্কুল প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, যৌক্তিক কারণ ছাড়া কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তা মূল্যায়ন রিপোর্টে নেতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি, অভিভাবকদের সঙ্গে নিয়মিত ইমেইল ও এসএমএসের মাধ্যমে যোগাযোগ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।  

শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মচারীদের ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। পোশাকে শালীনতা বজায় রাখতে এবং অপ্রচলিত স্টাইল পরিহার করতে বলা হয়েছে নির্দেশনায়। নতুন নিয়ম অনুযায়ী, আমিরাতের স্কুলগুলো সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৭টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার ক্লাস চলবে সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত।  

স্কুলে আসার ক্ষেত্রে শিক্ষার্থীরা শুধু একটি পরিবহন মাধ্যম ব্যবহার করতে পারবে-ব্যক্তিগত গাড়ি কিংবা স্কুলবাস। একইসঙ্গে দুটি পরিষেবা ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

সূত্র : গালফ নিউজ

আরও পড়ুন