শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৭, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:৫৬, ১১ এপ্রিল ২০২৫
ফাইল ছবিঃ রয়টার্স
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই প্যাকেজের ৩৫ কোটি পাউন্ড আসবে চলতি বছর ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের বরাদ্দকৃত সামরিক সহায়তা তহবিল থেকে। বাকি ১০ কোটি পাউন্ড অর্থায়ন করবে নরওয়ে।
ব্রাসেলসে আয়োজিত ইউক্রেন ডিফেন্স কনট্যাক্ট গ্রুপের বৈঠকে এ সহায়তার ঘোষণা দেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ও জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। এছাড়া, ন্যাটোসহ ইউক্রেনের প্রতি সমর্থন জানানো অন্যান্য দেশগুলো এই সভায় অংশ নিয়েছে।
নতুন এই সহায়তা প্যাকেজের আওতায় সামরিক যান ও সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, রাডার সিস্টেম, অ্যান্টি-ট্যাংক ল্যান্ডমাইন এবং লক্ষাধিক ড্রোন পাঠানো হবে ইউক্রেনে।
বৈঠকে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, ‘ইউক্রেন ডিফেন্স কনট্যাক্ট গ্রুপের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইউক্রেনকে শক্তিশালী অবস্থানে রাখছে এবং ভ্লাদিমির পুতিনের ওপর চাপ সৃষ্টি করছে, যেন তিনি যুদ্ধ বন্ধে বাধ্য হন।’