ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

২ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফর করবেন চীনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৬, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৫০, ১২ এপ্রিল ২০২৫

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফর করবেন চীনের প্রেসিডেন্ট

চলতি বছরের প্রথম বিদেশ সফরে আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ—ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে কৌশলগত ও কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি জিনপিং ১৪ ও ১৫ এপ্রিল ভিয়েতনাম সফর করবেন। এরপর তিনি ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মালয়েশিয়া ও কম্বোডিয়া ভ্রমণ করবেন।

এর আগে, চলতি সপ্তাহেই তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সার্বিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকে চীনের রপ্তানি পণ্যের ওপর গড়ে ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। 

এই পরিস্থিতিতে চীন দ্রুত বিকল্প বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। বিশেষ করে যেসব প্রতিবেশী দেশ একই রকমভাবে মার্কিন শুল্কের শিকার, তাদের সঙ্গে সম্পর্ক জোরদার করছে চীন।

কম্বোডিয়া (৪৯ শতাংশ), ভিয়েতনাম (৪৬ শতাংশ) এবং মালয়েশিয়া (২৪ শতাংশ)—এই তিনটি দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা করছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিদ্যমান উত্তেজনার কারণে চীন দ্বিপাক্ষিক আলোচনার বাইরে রয়েছে।

উল্লেখ্য, শি জিনপিং সর্বশেষ মালয়েশিয়া সফর করেছিলেন ১২ বছর আগে এবং কম্বোডিয়া সফর করেছিলেন ৯ বছর আগে। তবে তার সাম্প্রতিক ভিয়েতনাম সফর ছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে।

আরও পড়ুন