শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৪৮, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:৪৬, ১২ এপ্রিল ২০২৫
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সংস্থা ওপেনএআই টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে নীতিগর্হিত কৌশল ব্যবহারের অভিযোগ এনেছে। এর আগে, গত বছর মাস্ক ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে কোম্পানির কর্পোরেট কাঠামো পরিবর্তনের প্রচেষ্টাকে থামানোর জন্য মামলা করেছিলেন।
উল্লেখ্য, ইলন মাস্ক ওপেনএআইয়ের একজন প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন, যদিও তিনি ২০১৮ সালে সংস্থাটি ত্যাগ করেন। এই পাল্টাপাল্টি মামলা সিলিকন ভ্যালির দুই প্রভাবশালী ব্যক্তির মধ্যেকার দ্বন্দ্বকে আরও তীব্র করে তুলেছে।
স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) ওপেনএআই এক বিবৃতিতে জানায়, ইলন মাস্ক তাদের সংস্থাকে নিজের স্বার্থে ব্যবহার করে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেওয়ার অসৎ পন্থা অবলম্বন করছেন। তাকে বাধা দিতেই তারা এই পাল্টা মামলা করেছে।
অন্যদিকে, গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একজন ফেডারেল বিচারক এই মামলার শুনানির তারিখ ২০২৬ সালের মার্চ মাস নির্ধারণ করেছেন।