শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:০৭, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:১৩, ১২ এপ্রিল ২০২৫
চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে কঙ্গোর সংঘাত কবলিত এলাকাগুলোতে চালানো এক সমীক্ষায় দেখা গেছে, এই দুই মাসে দেশটিতে অন্তত দশ হাজার নারী ও শিশু ধর্ষণ এবং যৌন নিপীড়নের শিকার হয়েছে। এদের মধ্যে ৪৫ শতাংশই শিশু।
ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার এই পরিস্থিতিকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এর আগে কঙ্গোতে শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা এতটা ভয়াবহ রূপ নেয়নি। জাতিসংঘও এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, কঙ্গোতে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী এমটুয়েন্টি থ্রি’র মধ্যে চলমান সংঘাতের কারণে পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।