ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

২ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

প্রতি আধঘণ্টায় ধর্ষণের শিকার একটি শিশু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:০৭, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:১৩, ১২ এপ্রিল ২০২৫

প্রতি আধঘণ্টায় ধর্ষণের শিকার একটি শিশু

কঙ্গোর সংঘাতপূর্ণ অঞ্চলে প্রতি আধঘণ্টায় একটি শিশু ধর্ষণের শিকার হচ্ছে! জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের সাম্প্রতিক এক পরিসংখ্যানে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। 

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে কঙ্গোর সংঘাত কবলিত এলাকাগুলোতে চালানো এক সমীক্ষায় দেখা গেছে, এই দুই মাসে দেশটিতে অন্তত দশ হাজার নারী ও শিশু ধর্ষণ এবং যৌন নিপীড়নের শিকার হয়েছে। এদের মধ্যে ৪৫ শতাংশই শিশু।

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার এই পরিস্থিতিকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এর আগে কঙ্গোতে শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা এতটা ভয়াবহ রূপ নেয়নি। জাতিসংঘও এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, কঙ্গোতে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী এমটুয়েন্টি থ্রি’র মধ্যে চলমান সংঘাতের কারণে পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।
 

আরও পড়ুন