শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৪৩, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:৫৩, ১২ এপ্রিল ২০২৫
ট্রাম্পের যুক্তি, বর্তমান জল-সাশ্রয়ী নিয়মের কারণে ঝরনায় পর্যাপ্ত পানির চাপ না থাকায় লোকেদের দীর্ঘক্ষণ ধরে গোসল করতে হয়, যা আসলে পানি সাশ্রয় করে না। তিনি বলেন, ‘ভালো পানির চাপ পেলে তিন মিনিটেই গোসল শেষ করা যায়, কিন্তু এখন দুর্বল পানি প্রবাহের জন্য মানুষকে ২০-৩০ মিনিট ধরে পানি নষ্ট করতে হয়।’
তবে পরিবেশবাদীরা ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করেছেন, কারণ তারা মনে করেন এটি পানির সংকট আরও বাড়িয়ে দেবে। অন্যদিকে, ট্রাম্পের সমর্থকরা এটিকে ব্যক্তিগত স্বাধীনতা এবং সরকারি হস্তক্ষেপ কমানোর পদক্ষেপ হিসেবে দেখছেন। ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব ট্রাম্পের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের অংশ হতে পারে, যেখানে তিনি নিয়ন্ত্রণ হ্রাস এবং ঐতিহ্যবাহী আমেরিকান জীবনযাত্রাকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনার্জি ডিপার্টমেন্টকে ঝরনাসহ পানি ব্যবহারকারী যন্ত্রপাতির উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই নিয়মটি প্রথম চালু করেছিলেন প্রেসিডেন্ট ওবামা, যা পরে বাইডেন প্রশাসন পুনর্বহাল করে। সেই নিয়মে ঝরনার পানির প্রবাহ প্রতি মিনিটে ২.৫ গ্যালন (৯.৫ লিটার) সীমাবদ্ধ ছিল।
ওভাল অফিসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি ভালোভাবে গোসল করতে চাই, আমার সুন্দর চুলের যত্ন নিতে চাই। বর্তমান নিয়মে আমাকে ১৫ মিনিট ঝরনার নিচে দাঁড়িয়ে থাকতে হয় – যা খুবই হাস্যকর!’