শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩৭, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:১৩, ১৩ এপ্রিল ২০২৫
এক বিবৃতিতে সুদানে নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ক্লেমেনটাইন এনকুয়েটা-সালামি বলেছেন, আরএসএফ এবং তাদের মিত্র মিলিশিয়ারা জমজম, আবু শৌক শিবির এবং উত্তর দারফুর প্রদেশের প্রাদেশিক রাজধানী এল-ফাশারের কাছে আক্রমণ শুরু করেছে।
এসময় তিনি আরো বলেন, গত শুক্রবার ও গতকাল শনিবার দুই দিন এই হামলা চলে। জমজম শিবিরে হাতে গোনা কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রের একটিতে কাজ করার সময় নয়জন ত্রাণকর্মী নিহত হন। তাদের মধ্যে রিলিফ ইন্টারন্যাশনাল সংস্থার কর্মীরাও আছেন।
জাতিসংঘের এই কর্মকর্তা নিহত ত্রাণকর্মীদের নাম উল্লেখ করেননি। তবে সুদানের ডক্টরস ইউনিয়ন এক বিবৃতিতে জানায়, রিলিফ ইন্টারন্যাশনাল সংস্থার ছয় চিকিৎসাকর্মী শুক্রবার জমজমে তাদের হাসপাতালে আরএসএফের হামলায় নিহত হন।
সংগঠনটি জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চিকিৎসক মাহমুদ বাবাকার ইদরিস এবং সংস্থাটির আঞ্চলিক প্রধান আদম বাবাকার আবদুল্লাহ। সংগঠনটি এই হামলাকে ‘বর্বর’ হিসেবে আখ্যা দিয়ে আরএসএফকে দায়ী করেছে।
জানা যায়, এই হামলায় জমজম শিবিরের মূল বাজার ও শত শত অস্থায়ী বাড়ি-ঘর ধ্বংস করা হয়েছে।