ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

৯ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ২৭
Scroll
শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ঢাকা ও সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা
Scroll
পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
Scroll
ভ্যাটিকানের উন্মুক্ত প্রাঙ্গণে শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য
Scroll
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
Scroll
সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরসাদুর রউফ
Scroll
সাগর-রুনি হত্যা মামলা: তদন্তের জন্য আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স
Scroll
পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
Scroll
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি
Scroll
সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক: বিএনপিকে জাতীয় কনভেনশন ডাকার প্রস্তাব

ইরানের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬:৫৮, ১৪ এপ্রিল ২০২৫

ইরানের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

ইরানের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যুতে শনিবার ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনার পর এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরান বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন। দ্রুত তিনি এ বিষয়ে সিদ্ধান্তের আশা করছেন। তবে এ বিষয়ে ট্রাম্প আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরানের পরমাণু চুক্তি নিয়ে আগামী শনিবার (১৯ এপ্রিল) রোমে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার ওমানের আলোচনাটি ছিল ইরান ও ট্রাম্প প্রশাসনের প্রথম বৈঠক। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে দুই পক্ষের মধ্যে সরাসরি বৈঠক হয়নি। কর্মকর্তারা জানান, ‘অনুকূল, শান্ত ও ইতিবাচক পরিবেশে’ এ বৈঠক শেষ হয়।

আলোচনা শেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, প্রথম পর্বের আলোচনায় দুই পক্ষই সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখিয়েছে। আগামী ১৯ এপ্রিল দ্বিতীয় পর্বের আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

এছাড়া মাস্কাটে বৈঠকের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, সমাধানযোগ্য বিষয়গুলো অত্যন্ত জটিল হলেও এ আলোচনা পারস্পরিক সমঝোতার পথে একটি বড় পদক্ষেপ। শনিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ঠিকভাবে চলছে। তিনি আরও বলেন, ‘আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কিছুই গুরুত্বপূর্ণ নয়, তাই আমি এ বিষয়ে আরও কথা বলতে পছন্দ করছি না। তবে সবকিছু ঠিকঠাক চলছে।’

প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এবং সাম্প্রতিক আলোচনা ইঙ্গিত দিচ্ছে, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের এক নতুন মোড় নিতে যাচ্ছে- যা হয়তো একটি সম্ভাব্য চুক্তি অথবা চূড়ান্ত সংঘাত-যেকোনো কিছুর দিকে যেতে পারে।

আরও পড়ুন