ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

৩ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

আইন করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭:৪২, ১৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:০৬, ১৫ এপ্রিল ২০২৫

আইন করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল যে দেশ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করতে আনুষ্ঠানিকভাবে আইন পাস করেছে পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সংসদে পাস হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আইনটির অনুমোদন দেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, যা অনতিবিলম্বে কার্যকর হবে।

প্রেসিডেন্ট মুইজ্জু এক বিবৃতিতে বলেন, ‘এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে মালদ্বীপ সরকারের অটল অবস্থানকে প্রকাশ করে।’  একইসঙ্গে ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি মালদ্বীপের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। 

২০২৩ সালের জুন মাসে মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা প্রথম দেন প্রেসিডেন্ট মুইজ্জু। পরে বিষয়টি বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে সংসদে বিলটি উত্থাপন এবং পাস হয়।  

উল্লেখ্য, গত বছরই ইসরায়েল সরকার নিজ দেশের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল 

ঢাকা এক্সপ্রেস/এসএআর 

আরও পড়ুন