ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্র ভর্তির অনুমতি বাতিলের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯:৪৬, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৫২, ১৭ এপ্রিল ২০২৫

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্র ভর্তির অনুমতি বাতিলের হুমকি

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ট্রাম্প প্রশাসন সতর্ক করেছে, কিছু ভিসা-ধারীর তথ্য প্রকাশ করতে ব্যর্থ হলে তাদের বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করা হতে পারে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম বুধবার এই ঘোষণা দেন। এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয়টির ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে।

ক্রিস্টি নোম আরও ঘোষণা করেছেন, হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ২৭ লাখ ডলারের দুটি অনুদান বাতিল করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তা জানান, তিনি হার্ভার্ডকে একটি চিঠি পাঠিয়ে ৩০ এপ্রিলের মধ্যে কিছু বিদেশি শিক্ষার্থীর অবৈধ ও সহিংস কার্যকলাপের রেকর্ড চেয়েছেন। তিনি বলেন, ‘হার্ভার্ড যদি প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে সরবরাহ করতে এবং নিয়ম মেনে চলতে ব্যর্থ হয়, তবে তারা বিদেশি শিক্ষার্থী ভর্তির সুবিধা হারাবে।’

এ বিষয়ে হার্ভার্ডের একজন মুখপাত্র জানান, তারা অনুদান বাতিল এবং বিদেশি ভিসার ওপর নজরদারির বিষয়টি অবগত আছেন। বিশ্ববিদ্যালয়টি তাদের পূর্বের অবস্থানে অনড় রয়েছে, তারা সংবিধান প্রদত্ত অধিকার ত্যাগ করবে না এবং আইন মেনে চলবে।

এর আগে, ট্রাম্প প্রশাসন গাজায় ইসরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলোর অনুদান কমানোর হুমকি দিয়েছিল।

ট্রাম্প এই বিক্ষোভকারীদের মার্কিন পররাষ্ট্রনীতির জন্য হুমকি এবং ইহুদি-বিরোধী ও হামাসের প্রতি সহানুভূতিশীল বলে অভিহিত করেছেন। অন্যদিকে, বিক্ষোভকারীরা দাবি করেন যে, ফিলিস্তিনিদের অধিকার রক্ষার পক্ষে তাদের অবস্থান এবং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনাকে ট্রাম্প প্রশাসন ভুলভাবে উপস্থাপন করছে এবং উগ্রপন্থা ও ইহুদি বিদ্বেষের সমর্থনের সাথে গুলিয়ে ফেলছে। হার্ভার্ডের শিক্ষার্থীদের মধ্যে ইহুদি শিক্ষার্থীরাও রয়েছেন।

ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনপন্থী কিছু বিদেশি বিক্ষোভকারীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার চেষ্টা করছে এবং সারাদেশে শত শত ভিসা বাতিল করেছে।

ক্রিস্টি নোম বলেন, হার্ভার্ডের ৫৩২০ কোটি ডলারের তহবিল রয়েছে। তারা তাদের তৈরি করা বিশৃঙ্খলার ব্যয় নিজেরাই বহন করতে পারে, ডিএইচএস নয়। তিনি আরও বলেন, হার্ভার্ডে যুক্তরাষ্ট্র-বিরোধী ও হামাসপন্থী আদর্শ বিস্তার লাভ করছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন