শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:১২, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:০০, ১৮ এপ্রিল ২০২৫
সমঝোতা স্বাক্ষরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এবং ইউক্রেনের পুনর্গঠনের জন্য বিনিয়োগ তহবিলের পথ প্রশস্ত হবে বলে আমরা আশাবাদী। চূড়ান্ত চুক্তি আগামী সপ্তাহের সই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
হোয়াইট হাউজে ফেরার পর থেকে ইউক্রেন ইস্যুতে প্রায় নজিরবিহীন কিছু ঘটনার অবতারণা করেছেন ট্রাম্প। ওয়াশিংটনে ডেকে নিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তুলোধুনো করা, প্রায় তিন বছর সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিদান হিসেবে ইউক্রেনের খনিজ ভাণ্ডারের অর্ধেক ভাগ চাওয়া এবং সবাইকে পাশ কাটিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া ইত্যাদি ছিল সবচেয়ে আলোচিত ঘটনা।
খনিজ সম্পদ চুক্তি নিয়ে গত কয়েকসপ্তাহ ধরেই অনেক জল্পনা কল্পনা চলেছে। এই বিষয়ে কিছুদিন আগে ওয়াশিংটন থেকে একটি নতুন এবং বিস্তারিত চুক্তির প্রস্তাব দেওয়া হয়। তারপরই আলোচনার উদ্দেশে গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র সফর করেন ইউক্রেনীয় একটি প্রতিনিধিদল। উল্লেখ্য, প্রাথমিক চুক্তির কাঠামো অনুযায়ী কোনও আলোচনা আর অগ্রসর হয়নি।
বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, আগামী শুক্রবার নাগাদ চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তারা আপাতত সব খুঁটিনাটি পর্যালোচনা করছেন। খনিজ সম্পদ চুক্তির বিষয়বস্তু এবং সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে আর কিছু জানানো হয়নি।