শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:০৩, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:৫৭, ১৮ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান জেসন ট্রামবাওয়ার জানান, নিহতরা শিক্ষার্থী না হলেও বন্দুকধারী ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির (এফএসইউ) ছাত্র। তিনি আরও জানান, হামলাকারীসহ মোট পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সকলের শরীরেই গুলির আঘাত রয়েছে।
২০২৪ সালের একটি জরিপ অনুযায়ী, প্রায় ৪৪ হাজার শিক্ষার্থী এফএসইউ-তে অধ্যয়ন করে। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের দিনের সকল ক্লাস ও অন্যান্য কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
পুলিশ জানিয়েছে, ১৮ বছর বয়সী এই হামলাকারী স্থানীয় এক কাউন্টি শেরিফের ছেলে। ওই শেরিফ দীর্ঘ ১৮ বছর ধরে কর্মরত রয়েছেন এবং ধারণা করা হচ্ছে, তার বন্দুক ব্যবহার করেই এই হামলা চালানো হয়েছে।
শেরিফ ওয়াল্ট ম্যাকনিল সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে তার একটি বন্দুক তার ছেলের হাতের কাছেই ছিল এবং সেটি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুপুরে 'অ্যাক্টিভ শুটার অ্যালার্ট' জারি করার পরপরই অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবাগুলো প্রস্তুত রাখা হয়েছিল।
এ ঘটনায় ওয়ায়ে নামের একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিকদের জানান, প্রথম গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই সবাই পালাতে শুরু করে। এর এক মিনিট পর আরও আট থেকে দশটি গুলির আওয়াজ শোনা যায়।
ঢাকা এক্সপ্রেস/বিডি