ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

রাস্তায় নেমেছেন হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১৪, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:২৬, ২০ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির প্রতিবাদে শনিবার (১৯ এপ্রিল) দেশটির প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। রয়টার্সের সূত্রে জানা যায়, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং শিকাগোর মতো শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা মূলত ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, এবং গাজা ও ইউক্রেন নীতিগুলোর বিরোধিতা করে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেয়।

বিক্ষোভকালে, অভিবাসীদের প্রতি সমর্থন এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসী বহিষ্কার নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান শোনা যায়। ট্রাম্প প্রশাসনের তহবিল হ্রাস বা বন্ধের হুমকির সম্মুখীন বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিও বিক্ষোভকারীরা সংহতি প্রকাশ করেন।

হোয়াইট হাউসের কাছে লাফায়েট স্কয়ারে একজন বিক্ষোভকারী বলেন, ‘ট্রাম্প ও তার প্রশাসন অভিবাসীদের বহিষ্কার করার জন্য যুক্তরাষ্ট্রের আইন ব্যবহার করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে, আমাদের প্রতিবেশীদের রক্ষা করার জন্য আমরাও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি।’

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা এবং কেফিয়েহ পরিধান করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় এবং নির্বিচারে হত্যার প্রতিবাদ করে। এসময় "ফ্রি প্যালেস্টাইন" স্লোগানও শোনা যায়। কিছু বিক্ষোভকারী ইউক্রেনের পতাকা বহন করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর পদক্ষেপের আহ্বান জানায়।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে বেশ কিছু বিতর্কিত নীতি গ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে ইলন মাস্কের নেতৃত্বে গঠিত সরকারি দক্ষতা বিভাগের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ছাঁটাই এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের গ্রেফতার ও বহিষ্কারের চেষ্টা। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য নীতি নিয়েও অনেকের আপত্তি রয়েছে। অধিকার গোষ্ঠীগুলো ট্রাম্পের এসব নীতির সমালোচনা করে আসছে।

বিক্ষোভের সময় ওয়াশিংটন মনুমেন্টের কাছে "ঘৃণা কোনো জাতিকে মহান করে না" এবং "সবার জন্য সমান অধিকার মানে আপনার অধিকার কমে যাওয়া নয়" এর মতো ব্যানার দেখা যায়।

বিক্ষোভকারীরা আগামী ১ মে "মে ডে স্ট্রং" কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী আরও বড় বিক্ষোভের ডাক দিয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ বিডি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন