শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:১৭, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:৫৯, ২১ এপ্রিল ২০২৫
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডে দিনভর হামলা চালিয়ে আরও ৩৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এসময় লেবাননে আরও দুজনকে হত্যা করে তারা। এমনকি গাজার আল-মাওয়াসির তথাকথিত "নিরাপদ অঞ্চলেও" ইসরায়েল হামলা চালিয়েছে।
রোববার (২০এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ২০১ জনে পৌঁছেছে।
এদিকে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি আক্রমণে আহত আরও ১৪৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এতে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ৮৬৯ জনে দাঁড়িয়েছে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।
এর আগে দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় দুমাস গাজায় কমবেশি শান্তি বজায় ছিল। তবে গাজা থেকে সেনা প্রত্যাহার প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল ফের গাজায় বিমান হামলা শুরু করে।
এ ঘটনায় জাতিসংঘ বলছে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
ঢাকা এক্সপ্রেস/ বিডি