শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২০, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৪৬, ২১ এপ্রিল ২০২৫
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্সের বিমান সোমবার সকালে নয়া দিল্লির পালাম টেকনিক্যাল এলাকায় অবতরণ করে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আজকেই ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। ধারণা করা হচ্ছে, তাদের আলোচনায় ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার করা এবং দুই দেশের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করার বিষয় প্রাধান্য পাবে।
এছাড়া মোদি ও ভ্যান্সের মধ্যে অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও উপস্থিত থাকতে পারেন।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেডি ভ্যান্সের এটিই প্রথম ভারত সফর। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভ্যান্সের সাথে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল এসেছে, যেখানে পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারাও রয়েছেন।
টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, শুল্ক নিয়ে ভারতের সাথে যে জটিলতা সৃষ্টি হয়েছে, ভ্যান্সের এই সফরে তার সমাধান হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে। এই পরিস্থিতিতে জেডি ভ্যান্সের ভারত সফরকে বিশেষজ্ঞরা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
ঢাকা এক্সপ্রেস/ বিডি