ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

৯ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ২৭
Scroll
শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ঢাকা ও সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা
Scroll
পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
Scroll
ভ্যাটিকানের উন্মুক্ত প্রাঙ্গণে শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য
Scroll
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
Scroll
সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরসাদুর রউফ
Scroll
সাগর-রুনি হত্যা মামলা: তদন্তের জন্য আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স
Scroll
পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
Scroll
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি
Scroll
সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক: বিএনপিকে জাতীয় কনভেনশন ডাকার প্রস্তাব

হার্ভার্ড ইউনিভার্সিটির মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২১, ২২ এপ্রিল ২০২৫

হার্ভার্ড ইউনিভার্সিটির মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে 

হার্ভার্ড ইউনিভার্সিটির মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি। প্রস্তাবিত বিলিয়ন ডলারের অর্থ কাটছাঁটের সিদ্ধান্ত ঠেকাতে সোমবার (২১ এপ্রিল) ফেডারেল আদালতে এই মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরদিন, মঙ্গলবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, হার্ভার্ড প্রশাসন ট্রাম্প সরকারের কিছু দাবি প্রত্যাখ্যান করলে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। ওই দাবিগুলোর মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ে বৈচিত্র্যবিষয়ক উদ্যোগ সীমিত করা এবং ইহুদি বিরোধিতার বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ নেওয়া। এই দাবির প্রতিক্রিয়ায় হার্ভার্ড জানায়, তারা দেশের প্রচলিত আইন মেনে চলবে এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক অধিকার থেকে কোনোভাবেই পিছিয়ে আসবে না।

এর আগে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত ২.২ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেন এবং তাদের করমুক্ত সুবিধা বাতিলের হুমকি দেন।

বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রেসিডেন্ট অ্যালান এম. গারবার বিশ্ববিদ্যালয় কমিউনিটিকে দেওয়া এক চিঠিতে বলেন, সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ ভয়াবহ এবং দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব ফেলবে। এই তহবিল বন্ধ হয়ে গেলে শিশু ক্যান্সার, আলঝেইমার এবং পারকিনসন্স রোগের মতো গুরুত্বপূর্ণ গবেষণাগুলো বড় ধরণের সংকটে পড়বে।

হার্ভার্ডের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, ফেডারেল সরকার অর্থ সহায়তা বন্ধের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করার অপচেষ্টা চালাচ্ছে। শুধু অর্থ নয়, বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিয়েও চাপ সৃষ্টি করছে ট্রাম্প প্রশাসন।

এ বিষয়ে সোমবার দায়ের করা মামলার পরও হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। তবে হার্ভার্ডের প্রাক্তন ছাত্র এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টির পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন