ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

১০ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

কাশ্মীরে জঙ্গি হামলায় ট্রাম্পের সমবেদনা, মোদিকে সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:২৫, ২৩ এপ্রিল ২০২৫

কাশ্মীরে জঙ্গি হামলায় ট্রাম্পের সমবেদনা, মোদিকে সমর্থন

কাশ্মীরে জঙ্গি হামলায় ট্রাম্পের সমবেদনা

কাশ্মীরে পর্যটকদের ওপর বর্বর জঙ্গি হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই হামলার তীব্র নিন্দা জানান এবং হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও যুক্তরাষ্ট্রের একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে এই ফোনালাপে।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল), হামলার পরপরই ট্রাম্প তার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লেখেন, “কাশ্মীরের ঘটনা হৃদয়বিদারক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে দৃঢ়ভাবে রয়েছে যুক্তরাষ্ট্র।”

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের পহেলগাম অঞ্চলের একটি পর্যটনকেন্দ্রে সশস্ত্র জঙ্গিরা পর্যটকদের একটি দলের ওপর আকস্মিক গুলি চালায়। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে চালানো এই হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য মিলেছে। নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্রে বলা হয়েছে, প্রাণহানি ২০ থেকে ২৬ জন পর্যন্ত হতে পারে। সরকারিভাবে এখনও সুনির্দিষ্ট সংখ্যা জানানো না হলেও, এনডিটিভি জানিয়েছে অন্তত ২৬ জন নিহত হয়েছে। অপরদিকে, এএফপির বরাতে ডন জানায় নিহতের সংখ্যা ২৪।

এই নির্মম হামলার পর সারা ভারতে নিন্দার ঝড় বইছে। আন্তর্জাতিক মহলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।
 

আরও পড়ুন