ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

১০ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

কাশ্মিরে ভয়াবহ হামলা 

সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৪৩, ২৩ এপ্রিল ২০২৫

সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোদি

সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোদি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২এপ্রিল) অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। যা সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে আখ্যায়িত করেছে স্থানীয় প্রশাসন।  

এই ঘটনার পরপরই সৌদি আরবে চলমান সফর সংক্ষিপ্ত করে দ্রুত ভারতে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দিল্লিতে ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’-র জরুরি বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে তার, যেখানে কাশ্মির পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি সফরের শেষ দিন ছিল বুধবার রাত, তবে হামলার ঘটনার পর মোদি বুধবার সকালেই নয়াদিল্লিতে পৌঁছান। সফরের পূর্বনির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার এই সিদ্ধান্তে সৌদি রাজপরিবারকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান জানিয়েছেন, সৌদি যুবরাজ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে ভারত-সৌদি আরব একযোগে কাজ করছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, মোদির সঙ্গে ফোনালাপে কথা বলবেন ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, "কাশ্মিরে সংঘটিত হামলায় আমরা গভীরভাবে শোকাহত। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও ভারতের জনগণের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।"

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন