ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

১০ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

কাশ্মীরে জঙ্গি হামলা: বেছে বেছে হত্যা করা হয় পুরুষদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৫, ২৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:১০, ২৩ এপ্রিল ২০২৫

কাশ্মীরে জঙ্গি হামলা: বেছে বেছে হত্যা করা হয় পুরুষদের

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের বহনকারী একটি বাসে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটে পহেলগাম থেকে প্রায় তিন মাইল দূরে বৈসারণের পাহাড়ি এলাকায়। পর্যটকদের বাস থেকে নামার পরপরই বন্দুকধারীরা গুলি চালাতে শুরু করে। কোনো গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।  

পুরুষদের টার্গেট করেই গুলি 

হামলার সময় নারী ও পুরুষদের আলাদা করে বেছে বেছে পুরুষদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানিয়েছে ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। এক নারী প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তার স্বামী মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

বেঁচে যাওয়া অপর এক নারী জানান, হামলাকারীরা ছোট একটি তৃণভূমির পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে আচমকা গুলি চালাতে শুরু করে। তিনি বলেন, ‘তারা নারীদের দিকে গুলি না করে কেবল পুরুষদের লক্ষ্য করে গুলি করছিল—কখনও একে একে, কখনও একসাথে টানা গুলি।’

পল্লবী রায় নামে আরেক নারীর সঙ্গে কথা হয় ইন্ডিয়ান এক্সপ্রেসের। পল্লবীর স্বামীও গুলিবিদ্ধ হয়ে নিহতদের মধ্যে ছিলেন। তিনিও বলেছেন যে পুরুষদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। 

কাশ্মীরে ভারতবিরোধী সশস্ত্র আন্দোলনের কেন্দ্রস্থল হলেও সেখানে পর্যটকদের লক্ষ্য করে এমন হামলার ঘটনা খুবই বিরল। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ হামলাটিকে সাম্প্রতিক সময়ের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছেন।

বর্তমান পরিস্থিতি 

হামলার পর উপত্যকা থেকে শুরু করে রাজধানী দিল্লি পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শহরজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে পর্যটনকেন্দ্র, শহরের প্রবেশপথ এবং সীমান্তবর্তী এলাকায় চলছে কড়া তল্লাশি। কাশ্মীর উপত্যকায় বিভিন্ন স্থানে বসানো হয়েছে ব্যারিকেড এবং চলছে যানবাহন তল্লাশি। 
হামলার ঘটনার প্রতিবাদে কাশ্মীর জুড়ে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পূর্বনির্ধারিত সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার সকালে দেশে ফিরে এসেছেন।

আরও পড়ুন